এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯. লাইসোজোম তৈরি কার কাজ?
(ক) সাইটোপ্লাজমের
(খ) গলজিবস্তুর
(গ) রাইবোসোমের
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
১০. যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে কী বলে?
(ক) প্যারেনকাইমা
(ঘ) স্কে¬রেনকাইমা
(গ) সরল টিস্যু (ঘ) জটিল টিস্যু
১১. সিভনল কিসের উপাদান?
(ক) জাইলেম (খ) ফ্লোয়েম
(গ) ভেসেল
(ঘ) ট্রাকিড
১২. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তাকারী টিস্যু কোনটি?
(ক) স্কেলেটাল যোজক টিস্যু
(খ) ফ্রাইব্রাস যোজক টিস্যু
(গ) জাইলেম টিস্যু
(ঘ) আবরণী টিস্যু
১৩. নিচের কোনটি রেচনতন্ত্র?
(ক) ফুসফুস (খ) যকৃৎ
(গ) বৃক্ক (ঘ) হৃৎপিণ্ড
১৪. প্রাণিকোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সাইটোপ্লাজম ii. ক্রোমোজোম
iii. প্লাস্টিড
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i ও ii
উত্তর : ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ।